Monday, February 27, 2023

Adani is a sinking ship

জনগণের কিছু বুঝতে বাকি নেই।হাজার হাজার কোটি টাকার ঋণ যে কোনো মানুষকে দিলে, সেই বিশ্বের ধনী তালিকায় উপরের দিকে চলে যাবে।দেশের জনগণ সারা দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে ব্যাংকের জমিয়ে রাখবেন,আর এই শিল্পপতিরা সেই টাকা নিয়ে ফুর্তি করবেন,, সরকার শিল্পপতিদের পাশে দাঁড়িয়ে জনগণকে আশ্বাস দেবেন,, তারপর জনগণের উপর অত্যাচার করে টাকা আদায় করে এদের ঋণ মুকু করা হবে।সবাই সবকিছু যেন আমরা চুপ করে আছি,কারণ কিছু বললে এবং আন্দোলন করলে আমারা সবাই বিপদে পড়ে যাব,এসব শিল্পপতিরা জনগণের সামনে দিনের বেলায় সরকারকে জানিয়ে ডাকাতি করছে! তবুও সবাই চুপ করে আছেন।আর সরকার শুধু সাধারণ মানুষের উপর অত্যাচার করতে জানে।প্রতি মাসে জীবনদায়ী ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে এবং ইলেকট্রিক বিল পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে,শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চোখের জল লন্ডনের টেমস নদীকে হার মানিয়ে দিয়েছে! কারো কোনো প্রতিবাদ নেই।সবাই কে বিভিন্ন ইস্যুতে মাতিয়ে রাখা হয়েছে।গন আন্দোলন ছাড়া এই সব সমস্যার সমাধান করা অসম্ভব।