Thursday, March 23, 2017

ELECTRONIC VOTING MACHINE: গণশক্তির প্রতিবেদন: নয়াদিল্লি, ২১শে মার্চ— নির্বাচনী প্রচারে সীমা থাকা দরকার রাজনৈতিক দলের ওপরও। তা না হলে ভোটে অর্থশক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে না। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, অর্থশক্তি ব্যবহারের সাম্প্রতিকতম উদাহরণ গোয়া এবং মণিপুর।