Saturday, April 22, 2017

তৃণমূল ও বি জে পি-র মধ্যে যোগসাজশ : "একদিকে বি জে পি-র হিন্দুত্বের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংখ্যালঘু মানুষকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে উসকানি দিচ্ছে তৃণমূল, যাতে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাই আরও পুষ্ট হচ্ছে এবং অন্যদিকে, সংসদে বি জে পি সরকারের আনা প্রতিটি জনবিরোধী বিলের বিরোধিতা না করে পরোক্ষে অনুমোদনের সুযোগ করে দিয়েছে তৃণমূল।" -সীতারাম ইয়েচুরি