বি জে পি-আর এস এস গোটা দেশে সাম্প্রদায়িক হিংসা নামিয়ে আনছে। একমাত্র বামপন্থীরাই এই বিপদকে প্রতিহত করতে পারে। সেই কারণে বি জে পি-আর এস এস বামপন্থীদেরই আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। কেরালাতে সি পি আই (এম) কর্মীদের খুন করছে আর এস এস। ত্রিপুরায় বামফ্রন্টের বিরুদ্ধে লড়ার জন্য তৃণমূলসহ সমস্ত বিরোধীদের গ্রাস করে ফেলেছে বি জে পি। শ্রমজীবী সাধারণ মানুষকে নিয়ে রুটি-রুজির সংগ্রাম তীব্র করেই এই বিপদকে প্রতিহত করতে হবে।" -সীতারাম ইয়েচুরি