Thursday, April 27, 2017

কলকাতা, ২৬শে এপ্রিল—বি জে পি রাজ্যের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যকেই আক্রমণ করছে। একইসঙ্গে আবার তৃণমূল এবং বি জে পি-কে অপরের পরিপূরক হিসাবে কাজ করে রাজনৈতিক মেরুকরণেরও চেষ্টা করছে। বুধবার সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে একথা বলা হয়েছে। এদিনই পার্টির রাজ্য কমিটির দুদিনের সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন বিমান বসু। সভায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিক বিশ্লেষণ পেশ করেছেন রাজ্য সম্পাদক সূর্য মিশ্র। রাজ্য কমিটি বলেছে, এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে, গণতন্ত্র রক্ষায়, সরকারের দুর্নীতির বিরুদ্ধে, জীবন-জীবিকা রক্ষায় সর্বস্তরে শক্তিশালী আন্দোলন গড়ে তোলাই এই সময়ের জরুরি কর্তব্য।

গণশক্তি