"কিছুদিন আগে রাজ্যসভায় অর্থবিলের বিরুদ্ধে তৃণমূল ভোট দিলে তা অনুমোদন হতো না। কিন্তু সমস্ত বিরোধী দল ভোট দিলেও তৃণমূল অধিবেশন বয়কট করে ওই বিল অনুমোদনের সুযোগ করে দিলো বি জে পি-কে। বিনিময়ে বি জে পি নারদ ঘুষকাণ্ড নিয়ে এথিক্স কমিটির একটি বৈঠকও ডাকেনি। চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তের ঢিমেগতিতেও। সব মিলিয়ে প্রমাণিত ওদের বোঝাপড়া।" --সীতারাম ইয়েচুরি