Friday, May 12, 2017

ভারতে বিজেপি দল ক্ষমতায় আসার আগে ভগবান রামচন্দ্রকে নিয়ে এত মাতামাতি হইচই ছিল কি? ইদানীং রামনবমী, হনুমান জয়ন্তীকে ঘিরে এত গাড়ি-ঘোড়া নিয়ে, অস্ত্রশস্ত্র, মাথায় লাল পট্টি বেঁধে আস্ফালন, দাপাদাপির শোভাযাত্রা পশ্চিমবঙ্গের মানুষ আগে কখনও দেখেছে? ইদানীং কালে মুসলমানদের মহরমের কাজিয়ার রমরমা আগে কখনও দেখেছে? দেখেনি।