FIRHAD HAKIM - নারদ বা সারদাই হোক বা মধ্যমগ্রামে কিশোরীর উপর ধর্ষণ হত্যাই হোক বা পার্ক স্ট্রিট গণধর্ষণ হোক বা বর্ধমানের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা বা গণনাট্য সঙ্ঘের কমল গায়েন হত্যা, সবেতেই রাজ্য সরকার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের বিরুদ্ধাচরণ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার বিরুদ্ধে কুৎসা করতে পিছপা হচ্ছেন না। মন্ত্রী, সাংসদ, বিধায়ক, আমলারা যদি উৎকোচ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন তাহলে প্রত্যন্ত গ্রামের শরৎবাবুর অভাগী বা তাঁর স্বামী রসিক বাগ বা তাঁর ছেলে কাঙ্গালী কোন্ ভরসায় এই সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করবেন।