Ramaswami

This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.

Thursday, September 14, 2017

এমন দুই অফিসারকে ডেকে পাঠানো হয়েছে, যাঁরা নিজেরাই এক সময়ে সারদা নিয়ে তদন্ত চালিয়েছিলেন। এমনকী, কাশ্মীরের সোনমার্গ থেকে ২০১৩ সালের ২৩ এপ্রিল সারদা-কর্তা সুদীপ্ত সেন, তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায় এবং গাড়িচালক অরবিন্দ চৌহানকে গ্রেফতার করে পুলিশের যে দলটি কলকাতায় নিয়ে এসেছিল, সেই দলেও ছিলেন এই দুই পুলিশ অফিসার। তখন পদাধিকার বলে তাঁরা ছিলেন ইনস্পেক্টর। এখন ডিএসপি পদে আসীন ওই দুই অফিসার দিলীপ হাজরা ও শঙ্কর ভট্টাচার্যকে এক সপ্তাহের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য নোটিস পাঠিয়েছে সিবিআই।

Sarada Scam: CBI summons two investigators - Anandabazar



Ramaswami at 10:41 PM
Share
‹
›
Home
View web version
Powered by Blogger.