Wednesday, April 11, 2018

রাজ্য নির্বাচন কমিশনারের মনোনয়ন পত্র জমা দেবার নির্দেশ প্রত্যাহার করে নেবার বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। এই স্থগিতাদেশ কার্যত নির্বাচন কমিশনারের স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ। নির্বাচন কমিশনার সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছিলেন হিংসা ও সন্ত্রাসের কারণে অনেকেই মনোনয়ন পত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ, তাই মনোনয়ন পত্র জমা দেবার জন্য একটি দিন বাড়ানো হলো। মঙ্গলবার ছিল সেই দিন, যে দিন অতিরিক্ত একটি দিন মনোনয়নের জন্য ধার্য হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকাল দশটা নাগাদ নির্বাচন কমিশনার নির্দেশিকা দিয়ে জানিয়ে দিলেন মনোনয়ন পত্র জমা দেবার জন্য সোমবারের জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলো। এদিন কোনও নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে না। এই প্রত্যাহারের কথা রাজ্যজুড়ে ডি এম, এস ডি ও-দের জানিয়ে দেওয়া হলো।

গণশক্তি