Thursday, April 12, 2018

যবতমল, ১১ই এপ্রিল— ঋণের বোঝা নিয়ে আত্মঘাতী কৃষক সুইসাইড নোটে মোদীকে দায়ী করে গেলেন। মহরাষ্ট্রের যবতমল জেলার এই ঘটনা রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। ফসল ফলনে ব্যাপক ক্ষতি হওয়া ঋণের বোঝা বেড়ে চলছিল। এই অবস্থায় এই জেলায় রাজুওয়াড়ি গ্রামের ৫০বছরের কৃষক শংকর চাওরে মঙ্গলবার রাতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। চাওরের এই করুণ পরিণতিতে শোকার্ত তাঁর পরিবারের সদস্যরা মহারাষ্ট্রের বি জে পি সরকারের উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ময়নাতদন্তের পর চাওরের মৃতদেহ তুলে দিতে চাইলে পরিবারের সদস্যরা তা প্রত্যাখ্যান করেন। এমনকি রাজ্য সরকার ৮লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলেও তা প্রত্যখ্যান করেছেন আত্মঘাতী কৃষকের পরিবার। বৃহস্পতিবার যবতমলে সফরে আসছেন মুখ্যমন্ত্রী মোদী। তার আগে এই ঘটনা চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে বি জে পি সরকারকে।

গণশক্তি