Friday, March 29, 2019

৫ এপ্রিল থেকে কলকাতার মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনগুলিতে দেখা যাবে ‘ভবিষ্যতের ভূত’। জানালেন ছবির প্রযোজক বিলি চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত রাজ্যে মুক্তি পেতে চলেছে 'ভবিষ্যতের ভূত'। সবাইকে সিনেমাটি দেখতে আসার আবেদন জানান তিনি। অবশ্য প্রথম দিন দর্শক যাতে নির্বিঘ্নে ছবিটি দেখতে পায়, তার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকবে কিনা সেটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ইচ্ছার উপর ছেড়েছেন। তবে নতুন করে ঢাকঢোল পিটিয়ে ছবিটির মুক্তি পাওয়া উদযাপন করছেন না বলেই জানিয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবে, যেভাবে আর পাঁচটা ছবি মুক্তি পায়, সেভাবেই রি-রিলিজ করবে 'ভবিষ্যতের ভূত'।

অবশেষে মুক্তি পেতে চলেছে ‘ভবিষ্যতের ভূত’ - Ganashakti Bengali