Friday, March 29, 2019

২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট ভোটার ৭ কোটি। প্রায় অর্ধেক বা ৩.৫০ কোটির বয়স ৪০ বছরের নিচে। দেশের জনসংখ্যার অর্ধেকের বয়স ২৫ বছরের নিচে। আর ৩৫ বছরের কম বয়সীরা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ। পশ্চিমবঙ্গে ১৮-১৯ বছরের ২০ লক্ষ ভোটার এবার প্রথম ভোট দেবে। এই সুবিশাল তরুণ জনসম্পদকে হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ ছাড়া পাঁচ বছরের মোদী সরকার আর কিছুই দিতে পারেনি। দিয়েছে কেবল প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, বাগাড়ম্বর, বিজ্ঞাপন এবং আরও ভয়ঙ্কর হলো এই যুবক যুবতীদের কুপথে চালিত করার অভিযান। এই ব্যর্থতায় মোদী সরকারের সঙ্গে পাল্লা দিয়েছে এ রাজ্যের তৃণমূল সরকার।

তরুণদের প্রত্যাঘাতই বাঁচাতে পারে দেশ, রাজ্যকে - Ganashakti Bengali