Friday, March 29, 2019

দার্জিলিঙ লোকসভা কেন্দ্র প্রতি ব্যবহার হবে দুটো করে ইভিএম। কারণ রাজ্যের একমাত্র পাহাড় কেন্দ্রিক লোকসভা কেন্দ্রের প্রার্থী সংখ্যা ১৯। একটি ইভিএম মেশিনে মোট জায়গা থাকে ১৫ টি। যার মধ্যে ১৪ টি জায়গা থাকে প্রার্থীদের জন্য। বাকি একটি জায়গা রাখা হয় নোটার জন্য। নির্বাচন কমিশন সূত্রে খবর দার্জিলিঙ লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২১ টি। এর মধ্যে দুটো মনোনয়ন বাতিল হয়েছে। এখন মোট প্রার্থী সংখ্যা ১৯। এই কেন্দ্রের মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৯৯ টি। অর্থাৎ প্রতিটি বুথের দুটো করে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন আরও সম পরিমাণ ইভিএম। ভিভি প্যাডও প্রয়োজন আরও ১ হাজার ৮৯৯ টি। প্রয়োজন অতিরিক্ত সাড়ে তিন হাজার ভোট কর্মী। এতো কম সময়ে বাড়তি ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং বাড়তি ইভিএম জোগাড় হবে কি ভাবে? এখন সেই চিন্তায় নির্বাচন কমিশন।

বাড়তি ইভিএম জোগাড় করতে মাথায় হাত নির্বাচন কমিশনের - Ganashakti Bengali