Monday, April 1, 2019

আশ্চর্য জাদু আছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে! ‘বিশ্ব বাংলা’ লোগোর আবেদন আসে এই ঠিকানা থেকেই। এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই সেই প্রভাবশালী ব্যানার্জি পরিবারের লাগোয়া বাড়িতে বসেই রমরমিয়ে চলত চিট ফান্ড। এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানাতেই চলে অবিশ্বাস্য রকমের দ্রত গতিতে উত্থানের সেই সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটই এখন এক পরিবারের একচেটিয়া দখলদারি। দশকের পর দশকের মাথা গোঁজার ঠাঁই বেমালুম ছেড়ে দিচ্ছেন বা হস্তান্তর করে দিচ্ছে একাধিক পরিবার, আর তা চলে আসছে ব্যানার্জি পরিবারের দখলদারিতে- কোন অনুপ্রেরণার স্পর্শে ঘটছে এমন ঘটনা? বাস্তবিকই তা রহস্যের।

কালীঘাটের বিস্তীর্ণ এলাকা এখন ‘ব্যানার্জিপাড়া’ - Ganashakti Bengali