Saturday, April 25, 2020

করোনায় মৃত্যুমিছিল চলছেই। বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা আজই দু’লক্ষ ছাড়িয়েছে। যার এক-চতুর্থাংশ শুধু আমেরিকাতেই। সংখ্যাটা ইতিমধ্যেই ৫৩ হাজার পেরিয়ে গিয়েছে। আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লক্ষ ৪৫ হাজার। এরই মধ্যে তবু তিনটি প্রদেশে আজ থেকেই খুলে গেল বিউটি পার্লার, স্পা, এমনকি ট্যাটু পার্লারও। সোমবার থেকে থিয়েটার-রেস্তরাঁ খুলছে আলাস্কায়। এতে আর্থিক অচলাবস্থার হয়তো কিছুটা সুরাহা হবে, কিন্তু পারস্পরিক দূরত্ববিধির কী হবে— সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবু যেন নির্বিকারই। শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং করলেন ২০ মিনিটেরও কম সময়ে। সাংবাদিকদের কোনও প্রশ্নই নিলেন না। শুধু এক ফাঁকে জানিয়ে দিলেন— আমেরিকায় এই মৃত্যুমিছিলের দায় তিনি নেবেন না। কারণ, করোনা মোকাবিলায় তাঁর প্রশাসন ‘অসাধ্যসাধন’ করেছে।

Coronavirus: Death rate in America exceeds 53 thousand - Anandabazar