Wednesday, May 3, 2017

NARADA STING OPERATION - ১৪ই মার্চ, ২০১৬ পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবাসী বিস্মিত টেলিভিশনের পর্দায় মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও পুলিশ আধিকারিক (আই পি এস অফিসার) লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন একটি ভুয়ো কোম্পানির প্রতিনিধির কাছ থেকে এই প্রতিশ্রুতিতে যে তারা সহযোগিতা করবে উক্ত কোম্পানির ব্যবসার উন্নতিতে তাদের যে ক্ষমতা রয়েছে তাকে ব্যবহার করে। এই ঘটনা সত্য কি মিথ্যা তা জানার জন্য ক্যালকাটা হাইকোর্টে অমিতাভ চক্রবর্তী ও আরো দুজন জনস্বার্থ মামলা দায়ের করেন এই আবেদন করে যে একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সি বি আই) দিয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, আমলাদের টাকা নেওয়ার যা সম্প্রচারিত হয়েছে তার সত্যতা যাচাইয়ের জন্যে। ১৮ই মার্চ, ২০১৬ এই দায়ের করা মামলার শুনানি শুরু হয় এবং ১৭ই মার্চ, ২০১৭ ক্যালকাটা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে প্রাথমিক তদন্তের নির্দেশ দান করেন এবং ৭২ ঘণ্টার মধ্যে তা শেষ করার নির্দেশ দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট প্রাথমিক তদন্তের সময়সীমা বৃদ্ধি করে এক মাস করে।