Wednesday, May 3, 2017

NARADA STING OPERATION - আশ্চর্যের বিষয় রাজ্য সরকার ক্যালকাটা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে এবং সুপ্রিম কোর্টে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে মামলা প্রত্যাহার করে। আইন প্রণয়নকারী এবং আইনের রক্ষকদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ যেখানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, আমলা যুক্ত যারা কিনা আইন প্রণয়নকারী ও আইনের রক্ষক, তাঁদেরই বিরুদ্ধে ঘুষের অভিযোগ। আশ্চর্যের বিষয় অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্তের বিরোধিতা করেন এবং অভিযুক্তদের আইনজীবীদের সুরে সুর মিলিয়ে বলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দ্বারা তদন্তের কোন প্রয়োজন নেই। শুধু তাই নয়, রাজ্য সরকার ক্যালকাটা হাইকোর্টে উক্ত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে সরকারি অর্থ ব্যয় করে। উল্লেখ্য, সারদা মামলার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সি বি আই) দ্বারা তদন্ত আটকানোর জন্যে শোনা যায় রাজ্য সরকার সরকারি কোষাগার থেকে ১১ কোটি টাকা ব্যয় করে ভারতবর্ষের প্রথিতযশা আইনজীবীদের নিযুক্ত করেন।