Friday, March 29, 2019

এক মাসের মধ্যে নারদ কাণ্ডের চার্জশিট দেবে সিবিআই। শুক্রবার কলকাতা হাইকোর্টে একথা জানালো সিবিআই। সিবিআই'র আইনজীবী জানান, নারদ কাণ্ডের তদন্তপ্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই নারদকাণ্ডের তদন্তে চার্জশিট আদালতে পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নারদকাণ্ডে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের দায়ের করা মামলার শুনানি ছিল আজ। সেই সময়েই একথা জানায় সিবিআই। সিবিআই'র বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী ১২ সপ্তাহের জন্য মামলার শুনানি মুলতুবি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থার তরফে আরো বলা হয়, গান্ধীনগরের ফরেন্সিক ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছে তারা। রিপোর্ট হাতে এলেই চার্জশিট পেশ করবে তারা। আর যদি এক মাসের মধ্যে রিপোর্ট না আসে, তবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতেই চার্জশিট দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এক মাসের মধ্যেই নারদ ঘুষ কাণ্ডে চার্জশিট জমা দেবে সিবিআই, কলকাতা হাইকোর্টে জানালো তারা - Ganashakti Bengali