Friday, March 29, 2019

শুক্রবার জলপাইগুড়িতে বামপ্রার্থী ভাগিরথ রায়ের সমর্থনে নির্বাচনী সভা করবেন সূর্য মিশ্র। সেই কারণে অগ্রিম অনুমতি নিয়েই চলেছিল সভার প্রস্তুতির কাজ। কিন্তু শেষ মুহূর্তে রাজ্য সরকারের তরফে জানানো হয় মাইক ব্যবহারের জন্য কোনও সরকারি খুঁটি বা টেলিফোনের খুঁটি ব্যবহার করা যাবে না। তাই প্রতিবাদ স্বরুপ নিজেদের কাঁধে মাইক তুলে নিয়েই সেই সভার বক্তব্য পৌঁছে দিল সাধারণ মানুষের কাছে। তৃণমূল সরকারের জুলুমবাজীর কাছে মাথা নত না করে প্রত্যেক বাম কর্মীরা নিজেরাই খুঁটির মতো দাঁড়িয়ে থাকলেন কাঁধে মাইক নিয়ে। প্রশাসন সুর্য মিশ্রের যে সভা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল সেই চক্রান্তকে এভাবেই পরাস্ত করল বামপন্থী কর্মীরা।

অভিনব প্রতিবাদ, কাঁধে মাইক নিয়ে সরকারের দুরভিসন্ধিকে পরাস্ত করল বামপন্থী কর্মীরা - Ganashakti Bengali