Thursday, April 11, 2019

নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,নন্দীগ্রাম, ৭ই এপ্রিল:আবেগে ভাসল নন্দীগ্রাম।২০১১ রাজ্য পালাবদলের পর হলদি নদীর ওপর দিয়ে বয়ে গেছে বহু জল। একসময় লাল দূর্গ হিসেবে পরিচিত নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বিপুল ভাবে জয়লাভ করেছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপরই নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একের পর এক সাফল্য এসেছে। কিন্তু সেই পরিবর্তনের ভীত নন্দীগ্রামে দেখা গেল আলাদা চিত্র। সমস্ত বাধা উপেক্ষা করেই সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিল তমলুক লোকসভার বাম প্রার্থী ইব্রাহিম আলির প্রচারে।

বাম আবেগে ভাসলো নন্দীগ্রাম,খুললো পার্টি অফিস -