Thursday, April 11, 2019

নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, কলকাতা, উত্তম দে,১০ ই এপ্রিল:সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য কিছুদিন আগেই আহ্বান জানিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ,অমল পালেকরের মতো অভিনেতারা।এবার একই সাথে বিজেপি ও তৃণমুলকে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানালেন বাংলার বেশকিছু শিল্পী ও বুদ্ধিজীবি। বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে বর্ণনা করে তারা বলেছেন এই দলের নেতৃত্বে সরকারের সময়কালে দেশে অহিষ্ণূতা,সম্প্রদায়-সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের পরিবেশ তৈরী হয়েছে।একই সাথে তৃণমুলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে এই সরকারের সময়কালে গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে হরন করা হয়েছে। উল্লেখ করা হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের সময়ের হিংসার ঘটনা। এই আহ্বান পত্রে সাক্ষর করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত,তরুন মজুমদার,অধ্যাপক অমিয় বাগচী, অর্ধেন্দু সেন,ওয়াসিম কাপুর,সব্যসাচী চক্রবর্তী,অশোক গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন,মন্দ্রাকান্তা সেন,চিত্রা সেন,অম্বিকেশ মহাপাত্র,অনিন্দিতা সর্বাধিকারী,অনিক দত্ত,মাসুদ আখতার প্রমুখ।

বাংলায় তৃণমূল ও বিজেপি কে ভোট না দেওয়ার আবেদন বুদ্ধিজীবী মহলের একাংশের -