Thursday, April 11, 2019

২০১২ সালে পার্ক স্ট্রিটে চলন্ত গাড়িতে ধর্ষণের ঘটনা আজও রাজ্যবাসীর কাছে দগদগে। সেদিনের সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায় বলেছিলেন সাজানো ঘটনা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, ২০১৫ সালে সেদিনের সেই ধর্ষণের শিকার সুজাট মারা গিয়েছেন। কিন্তু অনেক উত্তর না পাওয়াই থেকে গেছে। সেদিনের সেই ধর্ষণের মূল অভিযুক্ত কাদের খানের প্রেমিকা নুসরত আজ শাসক দল তৃণমূলের টিকিটে বসিরহাটে লোকসভা কেন্দ্রের প্রার্থী। ২০১৪ সালে যখন পার্ক স্ট্রিট মামলার চার্জশিট বেরোয়, তখন কোথাও নুসরতের নাম ছিলনা, এমনকি সাক্ষী হিসেবেও ডাকা হয়নি। অথচ মূল অভিযুক্ত কাদের খান এবং নুসরত জাহানের নামে মুম্বাইতে একটি হোটেলের ঘর বুক করা হয়েছিল ধর্ষণের ঠিক পরের দিন। শোনা যায় কাদের খানকে কলকাতা থেকে পালতে সাহায্য করেছিল নুসরত। যদিও জেরায় নুসরত সাফ জানায়, ওই ঘটনার পর কাদেরের সাথে তার কোনো যোগাযোগ ছিলনা।

মানুষ ভুলে গিয়েছে পার্ক স্ট্রিট কান্ড, তাই নুসরত বসিরহাটের তৃণমূল প্রার্থী! - The Xplorateur