Thursday, April 11, 2019

সারদা কর্ণধার সুদীপ্ত সেন শহর ছেড়ে পালানোর সময় তাঁর সংবাদমাধ্যমগুলি চালানোর টাকা কে দিত, প্রথম থেকেই বিস্তর প্রশ্ন উঠেছে এনিয়ে। সিবিআই সেই রহস্যের হদিশ এখনও করতে পারেনি। এর মধ্যেই সুদীপ্তর অন্তর্ধানের পর কালীঘাটে স্বয়ং মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই সারদার চ্যানেলগুলির জন্য টাকা পাঠানো হত বলে এ দিন দাবি করে নতুন করে বিতর্ক বাড়িয়ে দিলেন কুণাল ঘোষ৷ সারদা কাণ্ডে মুখ্যমন্ত্রীর নাম জড়ানোর চেষ্টা তাঁর কাছে নতুন কোনও বিষয় নয়৷ কুণাল ঘোষ সোমবার ভরা এজলাসে যে অভিযোগ করলেন, তা নিয়ে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীকে নানা অপ্রীতিকর প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মনে করছে নানা মহল৷ কারণ আগের করা অভিযোগ থেকে এর গুরুত্ব অনেক বেশি বলেই মনে করছেন আইনজ্ঞরা৷

মুখ্য মন্ত্রীর বাড়িতেই সারদার টাকা ছিল । স্বীকারোক্তি কুনালের - The Xplorateur