Thursday, April 11, 2019

৫ হাজার ভোটের লিড দিতে পড়তে কাউন্সিলরদের দেওয়া হ্প্য়ে ১ কোটি আর না দিতে পারলে শাস্তি।খোয়া যাবে চাকরি ।মঙ্গলবার জামুড়িয়ার এক জনসভায় গিয়ে নির্দেশ দিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে দলীয় সংঘাতের জেরেই মুনমুন সেনকে বাঁকুড়া থেকে আসানসোলে প্রার্থী করেও নিশ্চিত হতে পারছে না ঘাসফুল শিবির। সেটা সোমবার প্রকাশ্য সভায় স্পষ্ট করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। বলেছিলেন, ''পিছন থেকে ছুরি মারলে ছেড়ে কথা বলা হবে না''। এদিন মেয়ররে ঘোষণা, ওয়ার্ডে পাঁচ হাজার লিড দিতে পারলে মিলবে এক কোটি টাকার অতিরিক্ত কাজ। তিন হাজারের বেশি লিড হলে ৫০ লক্ষ। এবং ৩০ লক্ষ দেওয়া হবে ২ হাজারের বেশি লিড হলে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় ,যে ওয়ার্ডে লিড মিলবে না সেখানকার কাউন্সিলরকে ইস্তফা দিতে হবে।

পাঁচ হাজারের লিড দিলেই এক কোটি টাকা | এত টাকা পাচ্ছে কোথায় তৃণমূল? - The Xplorateur