SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 3, 2017

CONTRACTUAL WORKERS IN COAL INDUSTRY: ঠিকা খনি শ্রমিক সম্মেলনে উদ্বেগ নিজস্ব সংবাদদাতা চিত্তরঞ্জন, ৩ ফেব্রুয়ারি— শ্রমজীবী মানুষ তাদের অভিজ্ঞতায় বুঝতে পারছেন দুটি সরকারের পার্থক্য। একে একে কীভাবে তাঁরা কীভাবে অর্জিত অধিকার হারাচ্ছেন। মজুরি থেকে বোনাস শুধু নয়, শ্রমিকের সংখ্যাও ক্রমশ কমছে। শুক্রবার বারাবনির দোমোহনিতে এমন অভিজ্ঞতার কথাই উঠে আসে সি আই টি ইউ অনুমোদিত খাদান ঠিকাদার মজদুর ইউনিয়নের এল আই সি এম এল খনির সরিষাতলি ইউনিটের সম্মেলনে। গত বছর শারদোৎসবের পর থেকেই ঠিকা খনি কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। এক তরফাভাবে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বি ডি ও, এস ডি ও, এম এল এ প্রত্যেকের কাছে খনির উৎপাদন চালু এবং কর্মীদের কাজে পুনর্বহালের দাবি জানানো হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কোনও উদ্যোগই নেওয়া হয়নি। বরং সি আই টি ইউ-র আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুনরায় খনির কাজ চালু হয়। তবে ব্যাপকভাবে কর্মী সংকোচন ঘটানো হয়। কাজ হারান বহু কর্মী। বামফ্রন্ট আমলে সি আই টি ইউ-র আন্দোলনের ফলে সর্ব্বোচ্চ ২০শতাংশ বোনাস আদায় হয়েছিল, সেখানে এখন বোনাসের হার মাত্র ৮.৩৩ শতাংশ। বেতনের হার বাড়নি তেমন ভাবে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ ক্ষোভ রয়েছে এসব নিয়ে। শাসক দলের মদতে মালিকপক্ষ এক তরফা ভাবে শ্রমিক-বিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে। সি আই টি ইউ সমস্ত বাধা, আক্রমণ উপেক্ষা করে শ্রমিকদের পাশে থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এদিন সম্মেলনে আভাস রায়চৌধুরি, বিবেক চৌধুরি, গৌরাঙ্গ চ্যাটার্জি, মনোজ দত্ত, সি আই টি ইউ নেতা তীর্থঙ্কর পাত্র প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে ২০ জনের কমিটি তৈরি হয়। সভাপতি এবং সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শেখ জাফর এবং মমিতুল সাজি।