SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, May 13, 2017

Shahi Imam of Kolkata’s Tipu Sultan Mosque, Maulana Noorur Rahman Barkati: ধর্মতলার মোড়ে টিপু সুলতান মসজিদটি পরিচালনা করে প্রিন্স গোলাম মহম্মদ ওয়াকফ এস্টেট। এই এস্টেটের মোতায়াল্লি আনোয়ার আলি শাহ-র সাফ কথা— লাল বাতি ব্যবহার নিয়ে বরকতি সাহেবের অনড় মনোভাব আদতে টিপু সুলতান মসজিদের সম্মানকেই ক্ষুণ্ণ করছে। টিপু সুলতানের ছোট ছেলে প্রিন্স গোলাম মহম্মদের বংশধর এই আনোয়ার আলি শাহ। তিনি বলেন, ‘‘এস্টেট পরিচালন সমিতি ১৯৮৯ সালে বরকতি সাহেবকে টিপু সুলতান মসজিদের ইমাম নিযুক্ত করে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন মসজিদের মধ্যে নানা অনৈতিক কাজ করে চলেছেন বরকতি।’’ তাঁর কথায়, বরকতির এ-হেন আচরণ গোটা দেশের কাছে এই মসজিদের ভাবমূর্তি ধুলোয় মিশিয়েছে। আনোয়ারের অভিযোগ, ‘‘মসজিদ চত্বরের মধ্যে তাঁর জন্য একটি ঘর বরাদ্দ করা হয়েছে। কিন্তু ওই ঘরটি তিনি একটি রাজনৈতিক দলের দফতরে পরিণত করেছেন।’’ মোতোয়াল্লি জানান, চলতি বছরের গোড়াতেই প্রথমে শো-কজ করার পরে বরকতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এস্টেট কমিটি। আনোয়ার বলেন, ‘‘কিন্তু বহিষ্কারের চিঠি পেয়েও গায়ের জোরে মসজিদে রয়েছেন বরকতি।’’