CPI(M) slams Modi govt for 'arrogant intervention' in Nepal - The Economic Times
This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Wednesday, September 23, 2015
Tuesday, August 4, 2015
Friday, May 8, 2015
হঠাৎ করে মমতা-মোদী সখ্য নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক মহলে। বামপন্থী, কংগ্রেস-সহ বিরোধীরা এনিয়ে ইতোমধ্যে মন্তব্য করেছে। সংবাদমাধ্যমও এনিয়ে আলোচনা চলছে। ফলে দু’পক্ষই চাপে পড়ে নানা সাফাই দেওয়া শুরু করেছে। অবশ্য সংসদে বিশেষত রাজ্যসভায় বেশ কয়েকটি বিলে সরকারপক্ষকে নির্দ্বিধায় সমর্থন জানিয়েছে তৃণমূল। এখন ইস্কো-র সম্প্রসারিত প্রকল্পের উদ্বোধনকে ঘিরে দুই শীর্ষনেতা মুখোমুখি বসার কথা হচ্ছে। জানা গেছে, মোদীর সঙ্গে দেখা করার জন্য নিজের থেকেই তাঁর সময় চেয়েছেন মমতা। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সারদাকাণ্ডে জর্জরিত মমতাসহ তৃণমূল সি বি আই-র কবল থেকে বাঁচার মরিয়া চেষ্টায় এখন দ্বারস্থ হচ্ছেন মোদীর। রাজ্যের উন্নয়নের কথা মুখে বলা হলেও বিগত এক বছরে জাতীয় উন্নয়ন পর্ষদের একটি বৈঠকেও হাজির হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ হঠাৎ করে কেন রাজ্যের উন্নয়নের বিষয়টিকে সামনে আনা হচ্ছে? তাহলে কি এর পিছনে অন্য অঙ্ক খেলা করছে? মমতা বুধবারই দাবি করেছেন, ‘‘তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করেন। সেই দৃষ্টিকোণ থেকেই রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে। এর মধ্যে দোষের কী আছে?’’
Labels:
MAMATA-BJP
মমতা-মোদী নয়া সমীকরণের অস্বস্তি এড়াতে এখন নানা যুক্তি-তর্ক টেনে এনে জোরকদমে সাফাই গাওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রসের পাশাপাশি বি জে পি-ও। মমতা ব্যানার্জি ‘রাজ্যের উন্নয়নের স্বার্থে সাক্ষাতের উদ্যোগ’ বলে সওয়াল শুরু করে দিয়েছেন ইতোমধ্যে। বৃহস্পতিবার তাঁরই দোসর হয়ে বি জে পি মমতা-মোদী সম্ভাব্য সাক্ষাত নিয়ে সংবাদমাধ্যমের খবরাখবরকে ‘রাজনৈতিক মশলা’ বলে উড়িয়ে দেওয়ার জোরদার চেষ্টা চালানো হয়েছে। এও বলা হয়েছে যে, ‘মানুষের কল্যাণের সঙ্গে রাজনৈতিক অঙ্ককে গুলিয়ে দেওয়া সঠিক নয়।’
Labels:
MAMATA-BJP
Subscribe to:
Posts (Atom)