SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, May 8, 2015

মমতা-মোদী নয়া সমীকরণের অস্বস্তি এড়াতে এখন নানা যুক্তি-তর্ক টেনে এনে জোরকদমে সাফাই গাওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রসের পাশাপাশি বি জে পি-ও। মমতা ব্যানার্জি ‘রাজ্যের উন্নয়নের স্বার্থে সাক্ষাতের উদ্যোগ’ বলে সওয়াল শুরু করে দিয়েছেন ইতোমধ্যে। বৃহস্পতিবার তাঁরই দোসর হয়ে বি জে পি মমতা-মোদী সম্ভাব্য সাক্ষাত নিয়ে সংবাদমাধ্যমের খবরাখবরকে ‘রাজনৈতিক মশলা’ বলে উড়িয়ে দেওয়ার জোরদার চেষ্টা চালানো হয়েছে। এও বলা হয়েছে যে, ‘মানুষের কল্যাণের সঙ্গে রাজনৈতিক অঙ্ককে গুলিয়ে দেওয়া সঠিক নয়।’