SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, May 8, 2015

হঠাৎ করে মমতা-মোদী সখ্য নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক মহলে। বামপন্থী, কংগ্রেস-সহ বিরোধীরা এনিয়ে ইতোমধ্যে মন্তব্য করেছে। সংবাদমাধ্যমও এনিয়ে আলোচনা চলছে। ফলে দু’পক্ষই চাপে পড়ে নানা সাফাই দেওয়া শুরু করেছে। অবশ্য সংসদে বিশেষত রাজ্যসভায় বেশ কয়েকটি বিলে সরকারপক্ষকে নির্দ্বিধায় সমর্থন জানিয়েছে তৃণমূল। এখন ইস্কো-র সম্প্রসারিত প্রকল্পের উদ্বোধনকে ঘিরে দুই শীর্ষনেতা মুখোমুখি বসার কথা হচ্ছে। জানা গেছে, মোদীর সঙ্গে দেখা করার জন্য নিজের থেকেই তাঁর সময় চেয়েছেন মমতা। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সারদাকাণ্ডে জর্জরিত মমতাসহ তৃণমূল সি বি আই-র কবল থেকে বাঁচার মরিয়া চেষ্টায় এখন দ্বারস্থ হচ্ছেন মোদীর। রাজ্যের উন্নয়নের কথা মুখে বলা হলেও বিগত এক বছরে জাতীয় উন্নয়ন পর্ষদের একটি বৈঠকেও হাজির হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ হঠাৎ করে কেন রাজ্যের উন্নয়নের বিষয়টিকে সামনে আনা হচ্ছে? তাহলে কি এর পিছনে অন্য অঙ্ক খেলা করছে? মমতা বুধবারই দাবি করেছেন, ‘‘তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করেন। সেই দৃষ্টিকোণ থেকেই রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে। এর মধ্যে দোষের কী আছে?’’