SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, February 28, 2020

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি— দিল্লি যখন জ্বলছে তখন ভুবনেশ্বরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃবৃন্দ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে গিয়ে সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে মুখ্যমন্ত্রী মুখ না খুলে বিজেপি’র সঙ্গে তাঁর সমঝোতাকেই ফের প্রমাণ করেছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবারই বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে যোগ দিলেও দিল্লির ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার কোনও নিন্দা করেননি। এই প্রসঙ্গে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র টুইটারে মমতা ব্যানার্জি ও অমিত শাহের ভোজনের ছবি দিয়ে বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে এআরসি, এনপিআর, সিএএ এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে কোনও কথা হয়নি। কেবল দিল্লিতে শান্তির জন্য আবেদন করা হয়েছে এবং রাজ্যের কয়লা সেস নিয়ে আলোচনা হয়েছে। দেশের এইরকম কঠিন পরিস্থিতিতে জ্যোতি বসু এবং বিজু পট্টনায়েকের মতো মুখ্যমন্ত্রীদের অভাব অনুভব করছি। বামফ্রন্ট পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁর ভাইপোর মা’কে নিয়ে ফুরফুরে মেজাজে পুরীতে ঘুরেছেন। ফুরফুরে মেজাজ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এর আগে রাজভবনে মোদীর সঙ্গে বৈঠক করতে চলে গিয়েছিলেন, বলেছিলেন টাকা চাইতে গেছেন। অর্থ মন্ত্রী এবং অর্থ দপ্তরের অফিসারদের ছাড়া টাকা চাইতে গেছিলেন? এবারও বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে নাকি বুলবুল ঝড়ের জন্য টাকা চাইতে গেছিলেন। এমন হতে পারে যে মুখ্যমন্ত্রীর কাছে এনআরসি, সিএএ’র চেয়ে সিবিআই বেশি গুরুত্বপূর্ণ। কাকে বাঁচাতে ভাইপো’র মাকে নিয়ে তিনি চারদিন ধরে ওখানে পড়ে রয়েছেন তা মুখ্যমন্ত্রীই বলতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রীও দেখা যাচ্ছে বাংলার সরকারকে খুবই ভরসা করেন। সমঝোতা খুবই গভীর। তাই দিল্লিতে গণহত্যার পরে অমিত শাহকে পশ্চিমবঙ্গে সভা করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে দিল্লির হিংসার প্রতিবাদে এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস। সেই মিছিলে অংশগ্রহণ করেন কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর চৌধুরি, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতারা। ভুবনেশ্বরে মমতা ব্যানার্জি- অমিত শাহ বৈঠক সম্পর্কে এদিন অধীর চৌধুরি বলেন, তুমিও থাকো, আমিও থাকি, তুমিও খাও, আমিও খাই, এই লক্ষ্যে উভয়ের মধ্যে সমঝোতা বৈঠক হয়েছে। এনআরসি সিএএ নিয়ে উভয়ের মধ্যে কোনও মতপার্থক্য নেই, তাই ওগুলো নিয়ে আলোচনাও হয়নি। সারা দেশ যখন দিল্লিকাণ্ডের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাইছে, তখন মমতা ব্যানার্জি স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন! অধীর চৌধুরি একথাও বলেন, কিছুদিন আগে সোনিয়া গান্ধী যখন বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলির বৈঠক ডাকলেন তখন মুখ্যমন্ত্রী গেলেন না। আর এখন ভুবনেশ্বরে অমিত শাহ বৈঠকে ডাকতেই চারদিন আগেই চলে গেলেন? প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও বলেন, একসময়ে যাকে খুনি বলেছিলেন তাঁর সঙ্গে বৈঠকে বসতে গেলেন কেন মুখ্যমন্ত্রী?

আবাও প্রমাণিত সমঝোতাই,বললেন বিরোধীরা - Ganashakti Bengali