SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, April 12, 2018

রাজ্যে গণতন্ত্রকে হত্যার চেষ্টার প্রতিবাদে আগামী ১৩ই এপ্রিল, শুক্রবার, ৬ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল বামপন্থী ও সহযোগী দলগুলি। বুধবার মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে বামপন্থী ও সহযোগী দলগুলির বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে বিমান বসু একথা জানিয়ে বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বেই যে হিংস্রতা দেখিয়েছে শাসকদল তৃণমূল, তাতে এই নির্বাচনকে ঘিরে রাজ্যবাসীর গণতান্ত্রিক অধিকার ও সর্বোপরি গণতন্ত্র হত্যার জঘন্য পরিকল্পনা প্রকাশিত হয়েছে। এর প্রতিবাদে আমরা শুক্রবার, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ ধর্মঘটের ডাক দিচ্ছি। চৈত্র সংক্রান্তি ও নববর্ষের জন্য সাধারণ মানুষের চৈত্র সেলের বাজার যাতে ব্যাহত না হয়, তার জন্য সংক্ষিপ্ত হলেও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে এই প্রতিবাদ আমাদের করতেই হবে। তিনি সমস্ত বামপন্থী ও সহযোগী দলগুলিকে এই ধর্মঘট সফল করতে ব্যাপক প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। এদিন সি পি আই (এম)-র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র এই সাধারণ ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সমস্ত জেলায় পার্টির নেতা ও কর্মীদের উদ্যোগ ও প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। গণসংগঠনগুলিকেও ধর্মঘটের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গণশক্তি