SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, April 12, 2018

প্রহসনে পরিণত করা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়াকে স্থগিত রাখার জন্য সি পি আই (এম)-র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন বুধবার তার শুনানি করে বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, যেহেতু পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে শুনানির জন্য রয়েছে, তাই সেখানেই আবেদন করার জন্য আপনাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। নির্বাচন স্থগিত রাখার আবেদনও হাইকোর্টে জানাতে পারেন। কলকাতা হাইকোর্টকে বিষয়টির দ্রুত নিষ্পত্তি করতে বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ নির্দেশ পেয়ে সি পি আই (এম)-র আইনজীবীরা বৃহস্পতিবারেই কলকাতা হাইকোর্টে আবেদন জানাবেন বলে জানিয়েছেন। পার্টির রাজ্য সম্পাদক সূর্য মিশ্র বলেছেন, যেহেতু বিষয়টি এখন হাইকোর্টের বিচারাধীন, তাই আমাদেরকে হাইকোর্টের কাছেই নির্বাচন স্থগিত রাখাসহ সমস্তরকম আবেদন করার স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং বাম, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলি এই প্রশ্নে ঐক্যবদ্ধভাবে প্রতিটি ক্ষেত্রে লড়াই অব্যাহত রাখব।

গণশক্তি