SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, April 16, 2018

‘প্রধানমন্ত্রী, আপনিই সবচেয়ে বেশি দায়ী’। কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কাঠুয়া থেকে উন্নাওয়ে বর্বরতা এবং তাকে বৈধতা দেবার প্রক্রিয়ায় ক্রোধের বিস্ফোরণ ঘটালেন ৫০জন অবসরপ্রাপ্ত আই এস অফিসার। তাঁরা সকলেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচ্চপদস্থ অফিসার হিসাবেই একদা কাজ করেছেন। কাঠুয়া, উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের সঙ্গেই সুর মিলিয়ে এই অবসরপ্রাপ্ত অফিসাররা লিখেছেন, কেবল আমাদের সভ্যতার মূল্যবোধ ধ্বংস হচ্ছে দেখে পরিতাপই নয়, এই চিঠি লিখছি রাগে। আপনার দল এবং তার অগণন শাখা-প্রশাখা যেভাবে রাজনৈতিক ব্যাকরণে, সামাজিক-সাংস্কৃতিক জীবনে, এমনকি আমাদের দৈনন্দিন চিন্তাপ্রবাহে বিভাজন এবং ঘৃণার আবহ ছড়িয়ে দিয়েছেন তা-ই কাঠুয়া থেকে উন্নাওয়ের ঘটনাকে বৈধতা দিচ্ছে। কাঠুয়ায় সঙ্ঘ পরিবারের নির্লজ্জ সংখ্যাগুরুবাদী ঔদ্ধত্য সাম্প্রদায়িক বিকৃতমনাদের সাহস যুগিয়েছে। উন্নাওয়ে সরকার আক্রমণকারীর পক্ষ নিয়ে ধর্ষিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে নৃশংসতা দেখিয়েছে। দুই রাজ্যেই আপনার দল সরকারে। আপনি ও আপনার দলের সভাপতি সর্বৈব ক্ষমতার অধিকারী, আপনিই কেন্দ্রীয় ভাবে দল নিয়ন্ত্রণ করেন। এই অবস্থায় এই ভয়াবহ পরিস্থিতির দায় সবচেয়ে বেশি আপনারই। সেই দায় স্বীকারের বদলে আপনি শনিবার পর্যন্ত চুপ ছিলেন, মুখ খুলেছেন তখন যখন দেশজুড়ে ধিক্কারের ঝড় বইছে। সাম্প্রদায়িক বিকৃতি নিয়ে একটি শব্দও খরচ করেননি। সঙ্ঘ পরিবার সাম্প্রদায়িক আগুনের জ্বালানি যুগিয়েই যাবে আর আপনি মাঝে মাঝে বিলম্বিত দুঃখপ্রকাশ করতে থাকবে— এ আর কতদিন চলবে?

গণশক্তি