SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, April 14, 2020

সংক্রমিত জেলাগুলিকে গণ্ডিতে বেঁধে দেওয়া, প্রচুর সংখ্যায় পরীক্ষা ও কড়া ভাবে লকডাউন পালনের ফলে অনেকাংশেই করোনা সংক্রমণ রুখে দিতে পারল কেরল সরকার। এই বাম সরকারের দাবি, নতুন করে সংক্রমণ কমছে। বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। গত দু’দিনে গড়ে দুই-তিন জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ওই রাজ্যে। ফলে গোটা দেশে যখন সংক্রমণ বাড়ছে, তখন উল্টো পথে হাঁটছে পিনারাই বিজয়নের কেরল। ভারতে প্রথম করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল কেরলে। রাজ্যের ৭টি জেলাকে হটস্পট চিহ্নিত করে শুরুতেই সেখানকার সব মানুষকে অন্তরিন করে প্রশাসন। বন্ধ করা হয় সব ধর্মীয় জমায়েত। স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, সরকারের মূল লক্ষ্যই ছিল সর্বার্থে সামাজিক দূরত্ব বজায় রাখা। ২৪ ঘণ্টা নজরদারির জন্য ব্লক পর্যায় পর্যন্ত খোলা হয় কন্ট্রোল রুম। তাই পরিসংখ্যান বলছে, ২৬ মার্চ মহারাষ্ট্র ও কেরলে সংক্রমিতের সংখ্যা ছিল যথাক্রমে ১২২ ও ১২০জন। তিন সপ্তাহ পরে কেরলে সংক্রমিতের সংখ্যা ৩৭৫। সেখানে মহারাষ্ট্রের সংখ্যা পৌঁছেছে ১৮৯৫-এ।

Coronavirus In India: Kerala got huge success in COVID-19 tests - Anandabazar