SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, April 27, 2020

২৯ হাজার ছাড়ালো দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২৯,৪৩৫। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৬,৮৬৯ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৯৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় ১,৫৪৩ টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬২ জন এবং ৬৮৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, ৮,৫৯০টি, শেষ ২৪ ঘন্টায় ৫২২ জনের শরীরে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে। এরপরই রয়েছে গুজরাট, সেখানে ৩,৫৪৮ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। দিল্লিতে ৩,১০৮ জন, রাজস্থানে ২,২৬২ জন, মধ‍্যপ্রদেশে ২,১৬৮ জনের সংক্রমণ ঘটেছে। উত্তরপ্রদেশে ১,৯৫৫ জন, তামিলনাড়ুতে ১,৯৩৭ জন, অন্ধ্রপ্রদেশে ১,১৮৩ জন, তেলেঙ্গানায় ১,০০৪ জন, পশ্চিমবঙ্গে ৬৯৭ জন, জম্মু ও কাশ্মীরে ৫৪৬ জন, কর্ণাটকে ৫১২ জন, কেরালায় ৪৮১ জন, বিহারে ৩৪৫ জন, পাঞ্জাবে ৩১৩ জন, হরিয়ানাতে ২৯৬জন, ওড়িশায় ১১৮ জন, ঝাড়খন্ডে ৮২ জন, উত্তরাখণ্ডে ৫১ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, চন্ডীগড়ে ৩০ জন, ছত্তিশগড়ে ৩৭ জন, আসামে ৩৬ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, লাদাখে ২০ জন, মেঘালয়ে ১২ জন, গোয়াতে ৭ জন (৭জনই সুস্থ), পুদুচেরিতে ৮ জন, মনিপুরে ২ জন, ত্রিপুরায় ২জন, মিজোরামে ১ জন, অরুণাচল প্রদেশে ১ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে।

COVID-19: শেষ ২৪ ঘন্টায় দেশে মৃত ৬২, মোট মৃত ৯৩৪, মোট সংক্রমিত ২৯,৪৩৫ - People's Reporter