SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, April 15, 2020

কোভিড-১৯-এর প্রমাণ মিলল তৃণমূলের এক অভিনেত্রী-সাংসদের বাবার শরীরে। রবিবার রাতে সাংসদের বৃদ্ধ বাবাকে ইএম বাইপাসের পাশে ফুলবাগান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ ডায়াবেটিক। রবিবার প্রবল শ্বাসকষ্ট-সহ অল্প জ্বর নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। তাঁকে রবিবার রাতেই ইনসুলিন দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। কারণ সাংসদের বাবার শরীরে করোনা আক্রান্ত হওয়ার সমস্ত উপসর্গ দেখা যায়। হাসপাতাল সূত্রে খবর, ওই বেসরকারি হাসপাতালে তাঁদের নিজেদের কোভিড পরীক্ষা করার ব্যবস্থা আছে। সেই পরীক্ষাতে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।

Coronavirus in Bengal: Father of TMC MP and actress found covid positive in Kolkata dgtl - Anandabazar