SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, April 13, 2020

লকডাউন না মেনে রাস্তায় ভিড় জমিয়েছিলেন লোকজন। সেই দৃশ্যের ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা ও তাঁর ভাই। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার ৭ ও ১৬ নম্বর ওয়ার্ডের মাঝে পুরাতন থানা এলাকায়। থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর বিভাস সর্দার দলীয় কার্যালয় থেকে অটো ও টোটোচালকদের চাল-ডাল বিতরণ করছিলেন। সেই কারণে ওই এলাকায় প্রচুর অটো ও টোটোচালক ভিড় জমিয়েছিলেন। সেই সময়ে ওই মহিলা জল নিতে রাস্তায় বেরোন। তখনই তিনি দেখেন, রাস্তায় প্রচুর মানুষের জমায়েত। নিজের মোবাইলে ওই দৃশ্যের ভিডিয়ো তুলে তখনই সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, সরকার বারবার সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং লকডাউন মেনে চলতে বলছে। অথচ, সেই নির্দেশ অনেকেই মানছেন না।

Coronavirus in Kolkata: Woman heckled as she protest of disobeying Lockdown - Anandabazar