SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, April 25, 2020

দাওয়াই দিয়ে ফেলেছিলেন আগেই। বলেছিলেন ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন-ই নাকি করোনা-যুদ্ধে ‘গেমচেঞ্জার’ হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই ওষুধের ব্যবহার নিয়ে সতর্ক করল ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। তাদের পরামর্শ, এই ওষুধ প্রয়োগের আগে করোনা-নিরাময়ে ওষুধটির কার্যকারিতা সম্পর্কে ভাল করে জানা প্রয়োজন। ট্রাম্পের দাওয়াই বাতলানো অবশ্য নতুন কথা নয়। গত কাল তাঁর খেয়াল হয়, জীবাণুনাশক ইনজেক্ট করে ফুসফুস সাফ করা যায় কি না। জোরালো আলো ঢুকিয়ে করোনা তাড়ানো নিয়েও ভাবতে বলেন তিনি। দিনের শেষে অবশ্য প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘‘আপনাদের কথা মাথায় রেখেই একটু মজা করেছিলাম। দেখতে চেয়েছিলাম কী হয়।’’ আজ অবশ্য হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে প্রশ্ন উঠতে বলেছেন, ‘‘আমি ডাক্তার নই।’’ এক মার্কিন হাসপাতালের চিকিৎসকেরা হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতা বিশ্লেষণ করে সম্প্রতি একটি রিপোর্ট জমা দিয়েছেন। তাতে তাঁদের বক্তব্য, আলাদা করে কোনও উপকারিতা নেই ওষুধটির। রিপোর্টটি পুনর্বিচারের জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। এতে ট্রাম্প বলেছেন, ‘‘আপনারা দু’রকম কথাই শুনে থাকতে পারেন। আমি চিকিৎসক নই। পরীক্ষা করে দেখতে হবে। ওষুধটি যদি সাহায্য করে, তা হলে তো খুব ভাল। যদি কাজ না করে, তা হলে ব্যবহার করা হবে না।’’

Coronavirus: FDA warns Donald Trump to be aware of the usage of Hydroxychloroquine - Anandabazar