SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, April 13, 2020

অস্থায়ী রেশন কার্ড এবং কুপন বিলি করা নিয়ে তৃণমূল পুর বোর্ডের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন বাম কাউন্সিলরেরা। সোমবার লকডাউনের মধ্যেই বাম কাউন্সিলরদের এক প্রতিনিধিদল মেয়র ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ জানাতে পুর ভবনে যান। যদিও মেয়র তখন ছিলেন না। এ দিকে, নিয়ম ভেঙে ৮-১০ জনের জমায়েত নিয়ে প্রশ্ন ওঠে পুর মহলে। যদিও বাম কাউন্সিলরদের যুক্তি, এলাকার গরিবদের খাদ্যসঙ্কটে তাঁদের বাধ্য হয়ে আসতে হয়েছে। সিপিএমের রত্না রায় মজুমদার এবং আরএসপি-র দেবাশিস মুখোপাধ্যায়ের অভিযোগ, বামফ্রন্টের হাতে থাকা ওয়ার্ডগুলিতে বহু গরিব বাসিন্দা এবং পরিযায়ী শ্রমিক খাদ্যসঙ্কটে ভুগছেন। তাঁদের অভিযোগ মূলত ১০, ১১ এবং ১৫ নম্বর বরোর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, শাসক দলের কাউন্সিলরেরা নিজের এলাকায় অস্থায়ী রেশন কার্ড বিলি করছেন। অথচ বাম কাউন্সিলরেরা তা পাচ্ছেন না। ১০ নম্বর বরোর চেয়ারম্যান, তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত বলেন, ‘‘ওঁরা যাঁদের কথা বলছেন, তাঁদের কার্ড করার সময়ে ওঁদের দেখা যায়নি। এখন কেন কার্ড বিলির প্রসঙ্গ তুলছেন জানি না।’’ মেয়র না থাকায় এ দিন পুরসচিব হরিহরপ্রসাদ মণ্ডলের হাতে স্মারকলিপি দেন বাম কাউন্সিলরেরা।

West Bengal Lockdown: CPM alleges TMC for politicising ration card ditribution - Anandabazar