SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, April 13, 2020

করোনা-সংক্রমণের ডামাডোলের মধ্যে যাঁরা আচমকা অন্য রোগে অসুস্থ বা দুর্ঘটনায় আহত হচ্ছেন কিংবা সংক্রামক রোগে ভুগছেন, তাঁদের বেশির ভাগেরই ভোগান্তি চরমে বলে অভিযোগ। যার জেরে সরকারি, বেসরকারি হাসপাতালে প্রতিদিন নাজেহাল হতে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। তবে এমন রোগীদের যাতে ভোগান্তি না হয়, তা নিয়ে সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। উলুবেড়িয়ার বাসিন্দা, বছর পঞ্চাশের জরিশিল্পী শেখ নিসারুদ্দিন কিছু দিন ধরেই কিডনির চিকিৎসায় এসএসকেএমের ইউরোলজি বিভাগে দেখাচ্ছেন। সম্প্রতি কাশি-শ্বাসকষ্ট নিয়ে উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে এসএসকেএমে রেফার করা হয়। নিসারুদ্দিনের দাবি, ‘‘অ্যাম্বুল্যান্স ভাড়া করে পিজিতে গেলাম। তখন শ্বাস নেওয়ারও ক্ষমতা নেই। ইমার্জেন্সি থেকে বলল, রোগী নেওয়া হবে না। বাড়ির লোকের অনুরোধে ইকো করাতে বলা হয়। সেখানে গেলে পাঠানো হয় কিডনির বিভাগে। সেখানে ডাক্তারেরা পরের সোমবার আউটডোরে যেতে বলেন। শেষে পার্ক সার্কাসের এক নার্সিংহোমে পরীক্ষা করে দেখা যায়, স্ট্রোক হয়েছে। পিজি সেটুকুও দেখল না!’’

Coronavirus In West Bengal: Other patients getting harassed in hospitals - Anandabazar