SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, May 3, 2017

NARADA STING OPERATION - ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে চণ্ডীগড়ের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরি ইতিমধ্যেই প্রমাণ করেছে যে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, আমলার টাকা নেওয়ার ভিডিও ফুটেজ সঠিক। তবুও রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র। যে মুখ্যমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয়র ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন। যে মুখ্যমন্ত্রী জর্জ ফার্নানডেজের কফিন কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে সরে আসেন, সেই মুখ্যমন্ত্রী এই ঘটনায় একবারও বললেন না উক্ত অভিযুক্তদের মন্ত্রী, সাংসদ বা বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে। পরন্তু অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কোন খবর মানুষের কাছে নেই। ২০১২ সালে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫তম বর্ষ পূর্তি উৎসবে বক্তৃতায় বলেন ‘‘কেন আজকে টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে?’’ তিনি আরো বলেন, “corruption has made inroads into the Judiciary and Democracy as a whole. It is unfortunate we have own freedom but not economic freedom.” অর্থাৎ দুর্নীতি বিচার ব্যবস্থায় এবং গণতন্ত্রে সম্পূর্ণভাবে হানা দিয়েছে, এটা দুর্ভাগ্যজনক।